ইবির প্রতি আসনে লড়বে ৪৩ জন


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর রোববার। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা মোট চার দিন, প্রতিদিন চার শিফটে ৪ ডিসেম্বরে শুরু হবে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

এ বছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৯ জন ভর্তিচ্ছু। ‘বি’ ইউনিটে একটি আসনের জন্য লড়বে ৩৬ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে অংশ নিবে ৬৪ জন শিক্ষার্থী।

‘ডি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৯১ জন শিক্ষার্থী। ‘ই’ ইউনিটে প্রতি আসনে সর্বোচ্চ সংখ্যক ৯২ জন শিক্ষার্থীয় অংশ নিবেন। ‘এফ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২৯ জন। ‘জি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ২৮ জন ভর্তিচ্ছু। ‘এইচ’ ইউনিটে লড়বে ৪১ জন শিক্ষার্থী।

প্রতিদিন ৪ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা। দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তৃতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং চতুর্থ শিফট বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

৪ ডিসেম্বর প্রথম দিনের ১ম শিফটে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ৫ ডিসেম্বর দিনের ১ম শিফটে আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন ৬ ডিসেম্বর দিনের প্রথম এবং দ্বিতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন তৃতীয় এবং চতুর্থ শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ দিন ৭ ডিসেম্বর দিনের প্রথম এবং দ্বিতীয় শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন তৃতীয় শিফটে একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে আবেদনকারী সকল ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।