ইবির ভর্তি পরীক্ষা শুরু আজ


প্রকাশিত: ০২:৩১ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। আটটি ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার প্রথম দিনের ১ম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত “এ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে নয়জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। এছাড়া দিনের বাকি তিন শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত “বি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৩৬ জন ভর্তিচ্ছু।

২য় শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত “বি” ইউনিটের (রোল ১-৬২০০), দিনের ৩য় শিফটে একই ইউনিটের (রোল ৬২০১-১২৪০০) ও ৪র্থ শিফটে একই ইউনিটের ১২৪০১-অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd  থেকে জানা যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।