ইবির ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্নের ২১টিতে ভুল


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ৮০ টি প্রশ্নের মধ্যে ২১টির বানান ভুল ও বিরাম চিহ্নের অপ্রয়োজনীয় ব্যবহার লক্ষ্য করা গেছে।

এ নিয়ে নানা সমালোচনা করতে দেখা গেছে শিক্ষার্থীদের। একই সঙ্গে প্রশ্নপত্রে এসব অসঙ্গতি নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‌এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মোট ৫টি কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হয়। ৮০ নম্বরের এই পরীক্ষায় ব্যাপক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে ৮০টি প্রশ্নের মধ্যে ২১ টি প্রশ্নে বিভিন্ন অসঙ্গতি রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, ৫ নং প্রশ্নে ‘ঢাকা’ বানান ‘ঢাক’ লেখা হয়েছে। এছাড়া অধ্যয়ন বানান ভুল আছে।

এছাড়া প্রশ্নটি প্রশ্নবোধক হলেও বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়নি। ৯ নং প্রশ্নে আমার বানান ভুল। ৪৮ নং ইংরেজি প্রশ্নটি প্রশ্নবোধক হলেও বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই। ৬৪ নং প্রশ্নে বলা হয়েছে, পারিবারিক আদালত কখন অর্ডিনেন্স কখন জারি করা হয়।

পাশাপাশি ৭৯ নং প্রশ্নে বুদ্ধিজীবী বানান ভুল। ২২, ৪১, ৪৭, ৬৩, ৭৪ নং প্রশ্নে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। একটা প্রশ্নে উত্তর অপশনে দুইটা ‘গ’ ব্যবহার করা হয়েছে। এছাড়া অধিকাংশ বাক্যে কোনো বিরাম চিহ্ন নেই। বাকি প্রশ্নগুলোতে অতিমাত্রায় সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এছাড়া বেশ কিছু প্রশ্নের স্পেস দেয়া নেই।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, কমিটির কিছু অভ্যন্তরীণ সমস্যা ও টেকনিক্যাল কারণে প্রশ্নপত্রে কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে যেতে পারে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ইউনিট সমন্বয়কারীদের দুর্বলতার কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে আমি শুনেছি। তবে কোনো দুর্নীতি ছাড়াই পরীক্ষা সুষ্ঠু হয়েছে।

এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।