চবিতে চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১১ মার্চ ২০১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মোস্তফা কামালের বিরুদ্ধে এক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী ছাত্রী লিখিতভাবে আমাদের অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের এক ছাত্রী শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় চবি মেডিকেল সেন্টারে যান। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তফা কামালের শরণাপন্ন হলে তিনি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছাত্রীর ওপর যৌন নিপীড়ন চালান।

তাৎক্ষণিকভাবে ওই ছাত্রী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। পরবর্তীতে সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে হলে পাঠান।

আবদুল্লাহ রাকীব/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।