বুধবার বাউবির চতুর্থ সমাবর্তন
বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমএ মান্নান জানান, সমাবর্তনে সারাদেশ থেকে প্রায় সাত হাজার শিক্ষার্থী উপস্থিত থাকবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী।
৩৫ একর জমির উপর ১৯৯২ সালের ২১ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
এমজেড/বিএ/আরআইপি