ঢাবি উপাচার্যের সঙ্গে মেক্সিকোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ০২:১৭ এএম, ০৫ এপ্রিল ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসিক (আবাসিক দিল্লি) রাষ্ট্রদূত মেলবা প্রিয়া।

মঙ্গলবার দুপুরে উপচার্য কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় নিযুক্ত মেক্সিকোর কনসাল জেনারেল ফয়সাল খানও ছিলেন।

বৈঠকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেক্সিকোর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা-গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেক্সিকোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক দল বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন তারা।

একই সঙ্গে ঢাবি ক্যাম্পাসে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনী আয়োজনের ব্যাপারেও মতবিনিময়ের বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন।

এদিকে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘অক্টাভিও পাজ: ফটো-পয়েট্রি ডায়ালগস’ শীর্ষক দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও মেলবা প্রিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকাস্থ মেক্সিকোর কনস্যুলেট এ প্রদর্শনীর আয়োজন করেছে।

উল্লেখ্য, ১৯১৪ সালে জন্ম নেয়া অক্টাভিও পাজ ম্যাক্সিকোর একজন কবি, লেখক ও কূটনীতিক। ১৯৯০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী এ সাহিত্যিক ১৯৯৮ সালে মারা যান।

এমএইচ/এমএমএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।