ঢাবির শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে বায়েজিদ বোস্তামি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পুকুর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামি বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শহীদুল্লাহ হলের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যান বায়েজিদ। পরে বন্ধুরা অনেক খুঁজেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, শহীদুল্লাহ হলের পুকুরে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মারা গেছেন।
এমএইচ/জেএইচ/এএইচ/এমএস