ক্যাম্পাসে উড়ছে বিএসএমএমইউর নিজস্ব পতাকা


প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২১ জুন ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্যের কার্যালয়ের সামনে বুধবার দুপুরে লাল সবুজ রঙের জাতীয় পতাকার পাশাপাশি পত পত শব্দে উড়ছিল একটি নতুন পতাকা। আকাশি রঙের পতাকার মাঝখানে একটি মনোগ্রামে লেখা চিকিৎসা, শিক্ষা ও গবেষণা।

১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিন সকালে শুধু জাতীয় পতাকাই উত্তোলিত হয়ে আসছে। কিন্তু  বুধবার সকাল থেকে জাতীয় পতাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিচয়বাহী নিজস্ব পতাকা উড়ছে বিএসএমএমইউ ক্যাম্পাসে। বুধবার সকাল ১০টায় এ পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

v

বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডাকা হয়। তখনই নতুন এ পতাকাটি সাংবাদিকদের চোখে পড়ে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, চিকিৎসা, শিক্ষা ও গবেষণার জন্য দেশের একমাত্র এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী সুপরিচিত হলেও এতদিন বিশ্ববিদ্যালয়ের পরিচয়বাহী নিজস্ব কোনো পতাকা ছিল না। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থী নিজস্ব পতাকা তৈরি করা উচিত বলে মতামত দিলে নতুন এ পতাকাটি তৈরি করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সিন্ডিকেটের সভায় নিজস্ব এ পতাকাটির অনুমোদন দেয়া হয়।

এমইউ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।