জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৭

বর্ণিল আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ‘রজতজয়ন্তী’ উদযাপিত হয়েছে। হরেক রকমের ফুল দিয়ে সাজানো হয় ঢাকার গাজীপুরের প্রধান ক্যাম্পাস। নানা স্লোগানে রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টারে পুরো ক্যাম্পাস সয়লব হয়ে উঠে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম উপস্থিত হয়ে এ উৎসব আরও আরও মুখরিত করে তোলেন।

বৃহস্পতিবার এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জোট সরকারের আমলে নানা অনিয়মের আবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছে গিয়েছিল। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে সে অবস্থা থেকে অনেকটা তুলে আনতে সক্ষম হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সমস্যা। তা নিরসনকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ একাডেমিক প্রোগ্রাম গ্রহণ করায় ইতোমধ্যে সেশনজট প্রায় দূর হয়েছে। আগামী বছরের মাঝামাঝিতে কোনো সেশনজট থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা অর্জন করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে সেটিই হওয়া উচিত আমাদের সকলের অগ্রাধিকার।

তিনি বলেন, উচ্চশিক্ষায় দেশের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর শতকরা প্রায় ৭০ ভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ২ হাজার ৪০০ কলেজ অধিভুক্ত রয়েছে। যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারিকরণের ফলে সরকারি কলেজের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. মশিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং অধ্যক্ষ কাজী ফারুক উপস্থিত ছিলেন।

এমএইচএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।