রাজনীতি হতে হবে সাধারণ মানুষের কল্যাণে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৭

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, যে কোনো মানুষকে নেতৃত্বে আসতে হলে অবশ্যই সুনাগরিক হতে হবে। নীতি বিবর্জিত রাজনীতি থেকে তরুণদের বিরত থাকতে হবে। আর রাজনীতি হতে হবে সাধারণ মানুষের কল্যাণে।

শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মমতাজ উদ্দিন কলা ভবনের অর্থনীতি বিভাগের গ্যালারিতে লাইফ কনসাল্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড আয়োজিত ‘লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান বলেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এর অন্যতম উদাহরণ আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের গর্ব করার মতো একটি বিষয় হলো মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে সমাজ ও দেশের জন্য আমাদের কাজ করে যেতে হবে।

রাজশাহী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফছানা মিমি ও ঢাকা সেন্ট জোসেফ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মামুন রেজার সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- লাইফ কনসাল্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী মো. রিয়াল আহসান, রাবির সামাজিক অনুষদের ডিন অধ্যাপক মো. ফয়জার রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কে বি এম মাহবুবুর রহমান, হামিম গ্রুপের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা উলফাত হোসাইন, রিগাস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জিনিয়া প্রীতি প্রমুখ।

কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

রাশেদ রিন্টু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।