শাবিতে সপ্তাহব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১৩ এএম, ০১ নভেম্বর ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সপ্তাহব্যাপী ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটার আয়োজিত এ উৎসব চলবে আগামী ৮ নভেম্বর বুধবার পর্যন্ত।

‘মঞ্চের চিঠি’ স্লােগানে অনুষ্ঠিতব্য এ উৎসবে সার্বিক সহযোগিতায় থাকছেন বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দিক-নির্দেশনায় রয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

বুধবার সংগঠনের সভাপতি এহসান শুভ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে র্যালি ও কেক কেটে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও মিশকাত আহমেদ চৌধুরী মিশু।

সপ্তাহব্যাপী এ উৎসবের অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে- প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টয় কেন্দ্রীয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবশেনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত নাটক ‘তাশের দেশ’, ২য় দিন বুয়েট ড্রামা সোসাইটির পরিবশেনায় অরিয়ানা ফাল্লাচি রচয়িত নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’, ৩য় দিন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ‘ঢপ যাত্রা’ দলের পরিবেশনায় ‘নাচমহল’, ৪র্থ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মনোজ মিত্র রচয়িত নাটক ‘আমিই তুমি’, ৫ম দিন জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীন রচয়িত নাটক ‘হাত হদাই’, ৬ষ্ঠ দিন শাবির দিক থিয়েটারের পরিবেশনায় মামুনুর রশিদ রচয়িত নাটক ‘চে’র সাইকেল’, শেষদিন বুধবার ড্যাফোডিল ইউনিভার্সিটির পরিবশেনায় থাকছে সাম্য সবুর রচনা ও নির্দেশনায় নাটক ‘মানুষ ব্যপ্ত মানুষ’। নগরনাট সিলেট ও শাবির দিক থিয়েটারের দলগত পরিবশেনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাও ওই দিন অনুষ্ঠিত হবে।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে সিলেটের নাট্যাঙ্গনে বিভিন্ন অবদানের জন্য ৫ জন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

আব্দুল্লাহ/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।