শোভাযাত্রা-আলোচনা সভায় ইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:২৭ এএম, ২২ নভেম্বর ২০১৭

আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, এমনকি কেকও কাটা হয়নি।

এনিয়ে জাগো নিউজের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠনের একাধিক নেতা। নাম প্রকাশ না করার শর্তে বঙ্গবন্ধু পরিষদের এক সিনিয়র নেতা বলেন,আজ আমাদের প্রাণের ক্যাম্পাসের জন্মদিন। আনন্দ নেই, উল্লাস নেই। নিরস আলোচনায় কারও আগ্রহও নেই। নিরানন্দ কিছু মুহূর্ত কাটিয়ে সব শেষ।

তবে উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন,আসন্ন ভর্তি পরীক্ষা এবং সমাবর্তনকে ঘিরে সকলে ব্যস্ত সময় পার করছে। এজন্যই এবার আয়োজন একটু কম। তবে আগামীতে মহাসমারোহে দিনটি পালন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে ছাত্রলীগের সরব উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজকের বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভায় অংশ নেয়নি ছাত্রলীগের নেতাকর্মীরা।

iu-pic2

এ নিয়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান জাগো নিউজকে বলেন, প্রশাসন আমাদের প্রয়োজন মনে করেনি তাই নেতাকর্মীরা আনন্দ বঞ্চিত। তবে আমরা নিজেদের মত আনন্দ করেছি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ৩৯ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী এবং উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনাতয়নে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অধ্যাপক রুহুল কে এম সালেহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।