ওপেন ডিউটি রোস্টারে ইবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মূলে রয়েছে ওপেন ডিউটি রোস্টার। কোনো ইউনিটে ভর্তি পরীক্ষার একদিন আবার দুইদিন আগেই এ ডিউটি রোস্টার চলে যাচ্ছে সকল বিভাগে।

সেখান থেকেই ওই ইউনিটে ভর্তি পরীক্ষায় কার কোন রুমে, কোন শিফটে, কখন ডিউটি করতে হবে তা জানা যাচ্ছে। এখান থেকেই দুর্নীতিবাজরা তাদের জালিয়াতির ছক ঠিক করে।

তাদের পছন্দের প্রার্থীর রোল অনুযায়ী কক্ষ নির্ধারণ হলে তারা সেই রুমে কোনো পরিদর্শক রয়েছে তা রোস্টার থেকে জেনে নেয়। সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বে থাকা ব্যক্তিদেরকে ম্যানেজ করে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে থাকে। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকরা মনে করেন, ব্যক্তিগতভাবে ডিউটির বিষয়টি চিঠির মাধ্যমে জানানো গেলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, দুর্নীতি রুখতে সকল ব্যবস্থা নেয়া হবে। ডিউটি রোস্টারের বিষয়টিও ভালোভাবে দেখা হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।