ইবির ‘বি’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষার মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নিকট বুধবার বিকেলে আলাদাভাবে এ দুই ইউনিটের সমন্বয়কারী পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

‘বি’ ইউনিটে ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৪২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০২ জন। এদের মধ্যে ৫ হাজার ৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

‘জি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ১৩৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ৫৫২ জন। এদের মধ্যে এক হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।