ঢাবির বিজয় একাত্তর হলের ক্যান্টিন ম্যানেজারকে অবাঞ্ছিত ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

ঢাকা বিশ্বকিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিন ম্যানেজার ইসমাঈল হোসেনকে হল প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করেছে হল প্রশাসন।

মঙ্গলবার হলটির নোটিশ বোর্ডে টানানো হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অা জ ম শফিউল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে একদিন ক্যান্টিন বন্ধ রাখা, ক্যান্টিনে খাবারের মান যথার্থ না হওয়া এবং কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত দামের অতিরিক্ত দামে খাবার পরিবেশনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর তাকে হল প্রাঙ্গণে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএইচ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।