ঢাবি অধ্যাপককে তুলে নেয়ার অভিযোগ পরিবারের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে তুলে নেয়ার অভিযোগ করছে তার পরিবার। সোমবার বিকেলে বিভাগ থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড থেকে সাদা পোশাকের একদল লোক মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে সম্পৃক্ত।
ড. মিজানুর রহমানের বড় ভাই মো. আখতারুজ্জামান বলেন, বিভাগ থেকে ফেরার পথে আমার ভাইকে সাদা পোশাকের লোকজন একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আমরা আমার ভাইয়ের সন্ধান চাই। আমার ভাইয়ের স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিষয়টি জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি শুনেছি। কারা নিয়েছে সেটা জানার চেষ্টা করছি। তুলে নেয়ার পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিষয় আছে কি-না সেটাও জানার চেষ্টা করছি।
এমএইচ/এসএইচএস/এমএস