‘একটা একটা কাপল ধর, ধরে ধরে সিঙ্গেল কর’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বিশ্ব ভালোবাসা দিবসে ‘আমরা প্রেম ভালোবাসার বিপক্ষে নই কিন্তু প্রেমের নামে অশ্লীলতার বিপক্ষে’ স্লোগানে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সিঙ্গেল পরিষদ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

jagonews24

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়া হল মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় তারা ‘একটা একটা কাপল ধর, ধরে ধরে সিঙ্গেল কর’, ‘ইবির মাটি সিঙ্গেলদের ঘাঁটি’, ‘মফিজ লেকে কাপল কেন প্রশাসন জবাব চাই’, ‘পশ্চিম পাড়ায় কাপল কেন প্রশাসন জবাব চাই’, ‘প্রেমের নামে অশ্লীলতা মানি না মানব না’, ‘হই হই রই রই সিঙ্গেলরা গেল কই’ স্লোগানে ফেটে পড়েন।

মিছিলে সংগঠনটির সভাপতি ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রাঞ্জলের নেতৃত্বে সহ-সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শাহিন পাশা, সাধারণ সম্পাদক ও একই বিভাগের শিক্ষার্থী আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তানজির উপস্থিত ছিলেন।

মাহবুব রায়হান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।