ভালোবাসা দিবসে ইবিতে রম্য বিতর্ক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ১০:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভালোবাসা দিবস উপলক্ষে রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘ভাষা থেকে ভালোবাসায়, আমদের কে টপকায়।’

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে ইবিয়ান পরিবার।

jagonews24

বিতর্কে ঝিনাইদহের শেখপাড়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রাকিব হোসেন, বরিশাল অঞ্চলের প্রতিনিধি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুলতানা সম্পা, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রতিনিধি হিসেবে আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহদী হাসান, পুরান ঢাকার প্রতিনিধি হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নওরিন নুসরাত এবং নোয়াখালি অঞ্চলের প্রতিনিধি হিসেবে মারজান ছাইদা অংশ নেন।

jagonews24

বিতর্কে মডারেটরের ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এজাজ মাহমুদুল অনিক। পরে রাত সাড়ে ৯টায় উম্মে হাবিবা হ্যাপির সঞ্চালনায় তিন সফল জুটিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘দুইজনই ইবিয়ান’ অনুষ্ঠিত হয়।

রায়হান মাহবুব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।