ইবিতে বৃদ্ধের ভ্যান ছিনতাই, ৪ দিনেও শনাক্ত হয়নি অপরাধী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃদ্ধের ভ্যান ছিনতাইয়ের ঘটনার চারদিনেও অপরাধীকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। এ নিয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৭ এপ্রিল) দুপুরে শীতলীডাঙ্গা গ্রামের ভ্যানচালক কালু মণ্ডল (৭০) এক ব্যক্তিকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। ওই ব্যক্তিকে নিয়ে বৃদ্ধ বেশ কয়েকবার ক্যাম্পাসে চক্কর দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মেহগনি বাগানের সামনে ভ্যানে থাকা ওই ব্যক্তি কালু মণ্ডলকে ১০০ টাকার একটি নোট দিয়ে সিগারেট আনতে পাঠান। টাকা নিয়ে বৃদ্ধ কালু মণ্ডল রওনা দিলে পেছন থেকে ওই ব্যক্তি তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়লে ওই ভ্যানটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

ভুক্তভোগী বৃদ্ধের ছেলে অপু বলেন, আমার বাবা ওই ব্যক্তিকে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরলেও এখনও পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি যে লোকটিকে নিয়ে ঘুরছেন এটা আনসার সদস্যরাও দেখেছেন।

ঘটনাস্থলের পাশে দায়িত্বে থাকা আনসার সদস্য সিকান্দার আলী বলেন, ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে একজন যাত্রীসহ বৃদ্ধকে আবাসিক এলাকায় দেখেছিলাম। সরিয়ে যেতে বলায় তারা সামনের দিকে চলে যায়। দুপুরে বৃদ্ধ এসে জানায় তার ভ্যানটি ছিনতাই হয়েছে।

ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, বৃদ্ধ থানা গেট দিয়ে ভিতরে প্রবেশের কথা বললেও ওখানকার সিসিটিভি ফুটেজে তাকে পাওয়া যায় নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বৃদ্ধকে সঙ্গে নিয়ে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। কিন্তু আমরা তার এবং ছিনতাইকারীর কোনো ফুটেজ পাইনি।

রায়হান মাহবুব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।