দ্বিতীয় মেয়াদে শাবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩০ জুন ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম মেয়াদ উত্তীর্ণের পর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদ কার্যকর হবে। এসময় ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় জাগো নিউজের কাছে অনুভূতি প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমার স্বপ্ন শিক্ষা, গবেষণা, সাফল্য ও অবকাঠামোগত উন্নয়নে শাবিপ্রবি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেতৃত্ব দেব। আমার স্বপ্ন বাস্তবায়নের আরও সুগম হবে। এজন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট শাবিপ্রবির ১১তম উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আগামী ২০ আগস্ট তার প্রথম মেয়াদ শেষ হবে। ঢাবির শিক্ষকতা জীবনে তিনি চারবার শিক্ষক সমিতির সভাপতি, পাঁচবার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও দুইবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিলেন।

মোয়াজ্জেম আফরান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।