জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি বিজ্ঞপ্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৬ জুলাই ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এমফিল ও পিএইচডি. কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের ৮ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হবে। আগামী ১৭ আগস্ট অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions ভিজিট করতে বলা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।