ঢাবির গণরুম-গেস্টরুম বন্ধের পক্ষেই ছাত্র সংগঠনগুলো

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০২:০৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে গণরুম-গেস্টরুম বন্ধ ও অছাত্রমুক্ত করার বিষয়ে সব ছাত্রসংগঠন ঐকমত্যে পৌঁছেছে। সেই সঙ্গে সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রীয়াশীল ১৩টি ছাত্র সংগঠনের প্লাটফর্ম ‘পরিবেশ পরিষদ’ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে এক সভায় এসব দাবি জানায়।

সভার পর বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জাগো নিউজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খোলার সময়সীমা এগিয়ে সেপ্টেম্বরের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছি। পাশাপাশি গণরুম-গেস্টরুম বন্ধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা করবো বলে জানিয়েছি।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জাগো নিউজকে বলেন, প্রশাসনের গণরুম-গেস্টরুম বন্ধ ও অছাত্রমুক্ত করার প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছি। ক্যাম্পাস থেকে কোনো শিক্ষার্থী গ্রেফতার করতে যেন প্রক্টরের অনুমতি নেয়, সে দাবি জানিয়েছি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ জাগো নিউজকে বলেন, আমরা শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সমস্যা হলে আইসোলেশন সেন্টারে সেবা দেওয়ার দাবি জানানো হয়েছে। গণরুম-গেস্টরুম ও অছাত্রমুক্ত করা প্রশাসনের প্রস্তাবকে সাধুবাদ জানাই। হলের প্রতিটি সিট যেন প্রভোস্টদের মাধ্যমে বণ্টন হয় সেটি নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ছাত্র সংগঠনের নেতাদের সাথে আমাদের ভালো কথাবার্তা হয়েছে। তারা আমাদের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে। আমরাও চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার। সে লক্ষ্যে আমরা আগামী ১৫ সেপ্টেম্বরের একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকেছি। সেখানে আবাসিক হল সেপ্টেম্বরের মধ্যে খোলা যায় কি না সে আলোচনা করবো। ১৬ সেপ্টেম্বর সিদ্ধান্ত জানা যাবে।

আল সাদী ভূঁইয়া/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।