জবি অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিভাগের সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অ্যাকাউন্টিং বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় করোনাভাইরাসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। এছাড়াও ক্যানসারের মতো মহামারিতে যেসব শিক্ষার্থী আক্রান্ত এবং বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।

সর্বোপরি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতির জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করবে বলে অঙ্গীকার করেন কমিটির সদস্যরা।

পরে অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।