ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ অক্টোবর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা ২ অক্টোবর শুরু হবে। দুপুর দেড়টা থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশে মোট একহাজার ৮৫৯ কলেজের ৭০২ কেন্দ্রে এক লাখ ৯৮ হাজার ৯৫৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।