১১ ডিসেম্বর থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চারবছর মেয়াদি স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ ও পাঁচ বছর মেয়াদি বি. ফার্মে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনলাইনে ভর্তির আবেদনের লিংক ও অন্যান্য নির্দেশাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া সরাসরি ভর্তির ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি মোতাবেক- জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী শুধু একটি আবেদনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ইউনিট ছাড়াও অন্য ইউনিটে ভর্তির আবেদন করতে পারবেন। ৬০০ টাকা আবেদন ফি বিকাশ, রকেট, নগদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনকারীর জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ৬০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) গণনা করে বিভাগগুলোর নির্ধারিত শর্তের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা/উপজাতি/পোষ্য কোটা বিভাগভিত্তিক এবং বিকেএসপি কোটা অনুষদভিত্তিক বিধি অনুযায়ী সংরক্ষণ করা হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।