বেরোবিতে হল খোলা রেখে অনলাইনে চলবে ক্লাস-পরীক্ষা
করোনা রোধে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে ক্লাস-পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম। তবে খোলা থাকবে আবাসিক হল।
শনিবার (২২ জানুয়ারি) রাতে একাডেমি কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির (চতুর্থ থেকে সপ্তম তালিকা) কার্যক্রম অনলাইনে চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.brur.ac.bd পাওয়া যাবে।
এসজে/জিকেএস