টাঙ্গাইলে নিজ বাড়িতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থী প্রীতম কুমার সিংহ

টাঙ্গাইলের মধুপুরে নিজ বাড়িতে প্রীতম কুমার সিংহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৬৯ ব্যাচের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ সাব্বির আল-রাজি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে নিজ বাড়িতে প্রীতম আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। তবে কী কারণে বা কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

প্রীতমের সহপাঠীরা জানিয়েছেন, প্রেমঘটিত কারণে প্রীতম আত্মহত্যা করে থাকতে পারে। এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী অন্য একজনকে বিয়ে করায় তার আত্মহত্যার কারণ হতে পারে।

আল সাদী ভূঁইয়া/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।