ছাত্রলীগে পদবঞ্চিতদের অবরোধে দিনভর অচল চবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০১ আগস্ট ২০২২

দুই সদস্যের কমিটি ঘোষণার তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পরপরই আন্দোলনে ফুঁসে উঠেছেন পদবঞ্চিতরা।

রোববার (৩১ জুলাই) দিনগত মধ্যরাতে ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই অবরোধের ডাক দেন পদবঞ্চিতরা।

পদবঞ্চিতদের ডাকা অবরোধে সোমবার (১ আগস্ট) দিনভর কার্যত অচল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মূল ফটক বন্ধ রেখে অবরোধ করায় শহর থেকে ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষক বাস বা শাটল ট্রেন। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয় ক্যাম্পাসে। বন্ধ হয়ে যায় সব বিভাগের ক্লাস। চলমান পরীক্ষা স্থগিত করে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস, আন্তর্জাতিক সম্পর্ক, ফাইন্যান্স ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ।

মূল ফটক আটকে দিনভর অবরোধ করলেও কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘পদবঞ্চিতদের পদ দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারবো না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যেন ক্যাম্পাসে না পৌঁছাতে পারে সেজন্য শাটলের দুই লোকমাস্টার ও এক গার্ডকে অপহরণ করেন অবরোধকারীরা। সকাল সাড়ে ৭টায় অপহরণ করে দুপুর ১২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছেন ষোলশহর স্টেশনের সহকারী স্টেশনমাস্টার তন্ময় চৌধুরী।

অবরোধকারীদের পাঁচ দফা

পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত পদবঞ্চিতরা অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দাবিগুলো হলো-

১. অছাত্র, ইয়াবা ব্যবসায়ী ও টেন্ডারবাজ নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করতে হবে।
২. পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করতে হবে।
৩. সব অছাত্র, শিবির, বিএনপি-জামায়াত ও বিবাহিত কর্মীদের কমিটি থেকে বাদ দিতে হবে।
৪. অবরোধকারী ৫০ জন ত্যাগী, মেধাবী ও নিয়মিত ছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্ত করে আজকের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে।
৫. পদবিতে সিনিয়র-জুনিয়র ক্রম ঠিক করতে হবে।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

এর আগে ২০১৯ সালের ১৩ জুলাই রাতে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর আগে সর্বশেষ ২০১৬ সালে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

রোকনুজ্জামান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।