ঘূর্ণিঝড় সিত্রাং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২২
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবজনিত কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি চলবে।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শুধু মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিস ও জরুরিসেবা যথারীতি চলবে।

রুমি নোমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।