স্বর্ণপদক পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী পেয়েছেন স্বর্ণপদক। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষার্থীদের এ পদক পরিয়ে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন অনুষদভুক্ত পাঁচটি স্নাতক শিক্ষাবর্ষ ও ছয়টি স্নাতকোত্তর শিক্ষাবর্ষের ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক, ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়।
আরও পড়ুন: স্মার্ট নাগরিকের জন্য প্রয়োজন স্মার্ট শিক্ষা: শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যারা পুরস্কার পেলেন তারা দেশের উন্নয়নের পাশে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয় মেধাবী। তাদের প্রশিক্ষণের আওতায় আনলে তারা আরও গুণগত শিক্ষা বিলিয়ে দিতে পারবেন। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়েও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের কাছে অনুরোধ বাবা-মেয়ের ধ্রুপদী অর্থনৈতিক উন্নয়নে সবসময়ই পাশে থাকবেন।
আরও পড়ুন: জাবি শিক্ষকের স্ত্রী দাবি, চান সন্তানের স্বীকৃতি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. এ এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক।
মনির হোসেন মাহিন/এসজে/এমএস