শাবি ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বহিষ্কৃত ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বিগত সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা জাগো নিউজের কাছে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ আগস্ট শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর ওই তিন ছাত্রলীগ নেতারা হামলা করে এমন অভিযোগ করেন শিক্ষকরা। এই অভিযোগের ভিত্তিতে ৩১ আগস্ট রাতে তাদের সাময়িক বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
আব্দুল্লাহ আল মনসুর/এআরএ/এমএস