রাবিতে দুই দিনব্যাপি একুশে বইমেলা শুরু


প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরাম চত্বরে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত দুই দিনব্যাপি এ মেলাতে ১১টি স্টল দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র, বই বিতান, বুকস ভ্যালি, স্বপ্ন চড়ুই পত্রিকা, শিক্ষক-কর্মকতা লেখক স্টল উল্লেখযোগ্য। বিশ্বসাহিত্য কেন্দ্র শুধু প্রদর্শনীর উদ্দেশ্যে স্টল দিয়েছে। এছাড়াও সময় টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর লেখা বই নিয়ে একটি স্টল রয়েছে।

উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত ও সময় টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ।

উদ্বোধন শেষে মেলা পরির্দশন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সাংবাদিকদের বলেন, বই শিক্ষার প্রধান বাহন। বই ছাড়া শিক্ষার কথা কল্পনাই করা যায় না। বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম বই মেলার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই যুগান্তকারী পদক্ষেপ।

এদিকে, একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম মেধা যাচই প্রতিযোগিতা ও নবীনবরণ অনুষ্ঠান করেছে। এতে ফোরামের সভাপতি নাসির উদ্দিন শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদকেুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসানাত ও সময় টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ।

রাশেদ রিন্টু/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।