চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পদত্যাগের এক ঘণ্টার মধ্যে নতুন প্রক্টর নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১২ মার্চ ২০২৩

পদত্যাগ করার এক ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টরের নাম ঘোষণা করা হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টর ও সহকারী প্রক্টরসহ ১৬ জন পদত্যাগ করেন। এর একঘণ্টা পর দেড়টার দিকে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুজন সহকারী প্রক্টরও নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রক্টর নূরুল আজিম সিকদার জাগো নিউজকে বলেন, সবাইকে নিয়ে সুন্দর ও সাবলীলভাবে দায়িত্ব পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম- শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালনের চেষ্টা করবো।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।