নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন ড. নেওয়াজ মোহাম্মদ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে তিনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি শিক্ষক সমিতির চার বারের নির্বাচিত সভাপতি।
আরও পড়ুন: রেজিস্ট্রারের অব্যাহতি দাবিতে কর্মচারীদের কর্মবিরতি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০০১ এর ধারা ১৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে কোষাধ্যক্ষ পদে চার বছরের জন্য শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।
কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানিসহ সংশ্লিষ্ট পদের সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি একটি পরিবার। এ পরিবারটির উন্নয়নে শুরু থেকে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
ইকবাল হোসেন মজনু/জেআইএম