ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার, কর্মচারী বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৫ মে ২০২৩
জে এম ইলিয়াস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক সহকারী অধ্যাপকের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান জে এম ইলিয়াস ওরফে ইলিয়াস জোয়ার্দারের বিরুদ্ধে। এ ঘটনায় ইলিয়াসকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, ওই শিক্ষিকার স্বামী বরখাস্ত কর্মচারী ইলিয়াসকে হুমকি দিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে ভুক্তভোগী শিক্ষিকা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে তার বাসায় ইন্টারনেট সংযোগের সমস্যা হওয়ায় আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান ইলিয়াসকে ফোন দেন তিনি। প্রথমদিন তার ফোন রিসিভ না করলেও গত শনিবার ওই শিক্ষিকার বাসার রাউটারটি রি-সেটআপ করে দেন ইলিয়াস। পরে ওই শিক্ষিকা তার রাউটারের পাসওয়ার্ড জানার জন্য ইলিয়াসকে কল দিলে দুর্ব্যবহার করেন তিনি।

এছাড়া তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে তাকে হুমকিও দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত কর্মচারী ইলিয়াসকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা বলেন, তিনি আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছেন এবং হুমকি দিয়েছেন। আমি আইন অনুযায়ী তার বিচার চাই।

শিক্ষিকার স্বামীর পক্ষ থেকে ইলিয়াসকে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী বিষয়টি সমাধানের জন্য ইলিয়াসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাকে কোনো হুমকি দেননি তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রুমি নোমান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।