ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংবিরোধী র‌্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৫ মে ২০২৩

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ স্লোগানে র‌্যাগিংবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে অ্যান্টি র‌্যাগিং প্রিভিলেন্স কমিটির উদ্যোগে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ভালো হবে যদি এভাবে রোদে পুড়ে অ্যান্টি র‌্যাগিং স্লোগান দিয়ে জাগরিত না করে আমরা এটা মনে ধারণ করি। এটাকে মনের ভেতর আটকে রেখে যাতে সেটাকে লালন করি। ভবিষ্যতে যদি এরকম প্রোগ্রাম আর করতে না হয়, আমরা তখন বুঝবো বিশ্ববিদ্যালয়কে একটি পাপমুক্ত অবস্থায় নিয়ে গেছি।’

EB-(2).jpg

অ্যান্টি র‌্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা র‌্যালিতে উপস্থিত ছিলেন।

রুমি নোমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।