সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল কবির দ্বীপকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশও করা হয়েছে।

তবে বহিষ্কৃত ছাত্রনেতার দাবি, তার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এ পোস্ট করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডিও করা হয়েছে।

jagonews24

আরও পড়ুন: সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কী কারণে ইকরামুল কবির দ্বীপকে বহিষ্কার করা হয়েছে সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগনেতা ইকরামুল কবির নামে ফেসবুক থেকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে তার ছবি দিয়ে সমবেদনা জানিয়ে পোস্ট করা হয়েছে। সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।