রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শিক্ষক সমিতির সভাপতি ফখরুল সম্পাদক রিফাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা বিভাগের ড. ফখরুল ইসলাম সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের রিফাত-উর-রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ নির্বাচনে জয়লাভ করে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রিফাত-উর-রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ২০১৮ সাল থেকে শুরু হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিসর বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক যেন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে সে লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।

নির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী দোলন।

শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি ড. ফখরুল ইসলাম সমিতির জাগো নিউজকে বলেন, সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। আর যাত্রাকে আরও বেগবান করতে সকল শিক্ষকদের ঐক্য ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই এ কমিটি ঘোষণা করা হয়।

এম এ মালেক/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।