তদন্ত করতে ইবিতে আসছে ইউজিসির দল


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৮ এপ্রিল ২০১৬

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত দল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসবেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ তদন্তে তারা ক্যাম্পাসে আসছেন বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলিকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি। এছাড়া তদন্ত কমিটিতে রয়েছেন ইউজিসির অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান ও পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান।

তদন্তের স্বার্থে কমিটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো নথি, গোপন দলিলপত্রাদি, সিন্ডিকেট ও অন্যান্য পর্ষদের গৃহীত সিদ্ধান্ত এবং  আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। কমিটির প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারবেন।

তদন্ত কাজ সম্পন্ন করে যথা শিগগিরই পূর্ণাঙ্গ একটি তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পেশ করতে বলা হয়েছে বলেও জানা গেছে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।