ঢাবির টয়লেটে আপত্তিকর অবস্থায় প্রেমিকযুগল আটক


প্রকাশিত: ১২:২০ পিএম, ১৪ মে ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভিতরকার একটি টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিকযুগলকে আটক করে শাহবাগ থানায় নিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়েছে।

যাদের আটক করা হয়েছে তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ও মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র এবং তার বান্ধবী ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রী।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। তিনি জাগো নিউজকে বলেন, তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছিল। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই টয়লেটে পরপর একটি ছেলে ও একটি মেয়ে ঢোকে। অনেকসময় পরও তার বের না হলে বিষয়টি প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদকে জানানো হয়। পরে প্রক্টর পুলিশকে বললে পুলিশ তাদের হাতে-নাতে আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, তাদের মধ্যে যদি বিয়ের সম্পর্ক না থাকে তাহলে মামলা দেয়া হবে। অন্যথায় মামলা হবে না।

এমএইচ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।