ইবিতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করলে ব্যবস্থা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২২ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতা করার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রসংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের জনসমাগম বা উপস্থিতিতে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই প্রকাশ্যে বা গোপনে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মুনজুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।