রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাস চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অষ্টম দিনের মতো মহাসড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের এক হাজার দুইশোর অধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনতা অংশ নেয়। ফলে মহাসড়কের দুপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল মমিন বলেন, ২৮ তারিখের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমাদের আন্দোলন চলবে। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সংকটের অবসান করা হোক।

সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আয়েশা খাতুন জাগো নিউজকে বলেন, ৮ বছর ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নামে কালক্ষেপণ করা হয়েছে। এ ক্যাম্পাস না থাকায় আমাদের অনেক কষ্টে পড়াশোনা করতে হচ্ছে। ফলে পড়ছে সেশনজট।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এতে অন্যান্য দিনের ন্যায় আজও ঢাকা-পাবনা সড়কে কয়েক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।