বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন ‘মাওলানা ভাসানী হল’।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ওই হলের শিক্ষার্থী আরিফ তালুকদার বলেন, ‘হাসিনা সরকার যেভাবে সর্বত্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, আমরা সেই ফ্যাসিবাদের চিহ্ন রাখতে চাই না।’

আরেক শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণে সব জাতীয় নেতার অবদান স্বীকৃতি পাক। মাওলানা ভাসানী আজ অবহেলিত। অথচ তিনি কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই নাম পরিবর্তন তার প্রতি আমাদের শ্রদ্ধার প্রকাশ।’

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।’

আসিফ ইকবাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।