মসজিদে ঈদের জামাত, নেই সেই আনন্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৫ মে ২০২০

সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরায় মসজিদে স্বল্প পরিসরে পৃথক পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সকাল ৭টা থেকে থেকে ১০টা পর্যন্ত আলাদা আলাদাভাবে মসজিদে ঈদের জামাত করার নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (২৫ মে) সকাল ৭টা থেকে সুবিধামত সময়ে জেলার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার তালা সদরের শিবপুর জামে মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ৯ টায় হয় দ্বিতীয় জামাত।

শিবপুর ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও সরকারি নিষেধাজ্ঞায় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়নি। শিবপুর জামে মসজিদে ঈদের জামাত শেষে মোনাজাতে করোনা মহামারি থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

-satkhira02.jpg

শিবপুর গ্রামের মতিয়ার রহমান সরদার বলেন, এবারই প্রথম কোনো কোলাকুলি ছাড়াই ঈদ হলো। করোনার কারণে ঈদের আনন্দ ম্লান। তবে দেশের এ পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুসল্লিরা।

এাদিকে সাতক্ষীরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তফা কামাল ও পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।