কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন

পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার হোমনায় মো. কাউসার (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পূর্বশত্রুতার জের ধরে তাতুয়ার চর গ্রামের কাউসার ও ইমরানের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টায় কাউসার মারা যায়।
এদিকে কাউসারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা চান্দের চর গ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাইয়ুম ও জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে রাতে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ইমরান ও কাউসারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে কাউসারের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস