কুষ্টিয়ায় দিনদুপুরে কেয়ারটেকার অপহরণের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে মো. মোফাজ্জেল (৫৪) নামের এক কেয়ারটেকারকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
মোফাজ্জেল পৌরসভার দুর্গাপুর এলাকার গিয়াস শেখের দোতালা বাড়ির কেয়ারটেকার। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মনির উদ্দিনের ছেলে।
দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী রমেছা খাতুন (৪৫)।
মোফাজ্জেলের নাতি ছেলে নুর ইসলাম জানান, সকালে সড়কের ধারে ময়লা ফেলতে গেলে (ঢাকা মেট্রো চ- ১২- ৩৫৬৯) সাদা হাইচ গাড়িতে ৫-৬ জন এসে ধস্তাধস্তি করে নানাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে । আমি বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা আমাকে ধাক্কা দিয়ে মাইক্রো যোগে তাকে নিয়ে চলে যায়।
স্বজনদের অভিযোগ, মোফাজ্জেল ১৫ বছর ঢাকায় ইজিবাইক চালাতেন। প্রায় ৯ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তান জায়িন, নাইম ও ইয়াকুবের নিয়ে দুর্গাপুর এলাকার গিয়াস শেখের বাড়ির দোতালায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক গিয়াস ঢাকায় থাকেন। সেই সুবাদে মোফাজ্জেল ওই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন।
তার স্ত্রী রমেছা খাতুন বলেন, আমি কিছুই জানিনে। বাসার ভিতরে ছিলাম। নাতির ছেলে কলো (বলল) নানাকে ৫-৬ জন তুলে নিয়ে গেছে। তার (স্বামীর) কোনো শত্রু নেই, মামলাও নেই। কারা নিয়ে গেল কিছুই জানিনে। আপনারা আমার স্বামীকে সুস্থ-সবল অবস্থায় ফিরিয়ে দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গাড়ির নম্বর পাওয়া গেছে। মোফাজ্জেলকে উদ্ধারে অভিযান চালছে।
আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস