ঘন কুয়াশায় কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪শ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাত ট্রাকটি সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুরে পৌঁছালে ঘন কুয়াশায় চালক মিলন গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।

ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।