শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দু’গ্রুপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। শেখ হাসিনার বিচারের দাবিতে দু’গ্রুপ মিছিলের ডাক দেয়।

স্থানীয়রা জানান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। ৫ আগস্টের পর থেকে আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দু’গ্রুপ

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব জানান, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিকের নেতৃত্বে হামলা করা হয়। এতে আহত হন দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক জাবেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া বেশ কয়েকজন পথচারীসহ ১০ জন আহত হন।

দাগনভূঞা থানার পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হন তারা। প্রাথমিকভাবে আমরা একজন পথচারী আহত হওয়ার খবর পেয়েছি। সংঘর্ষে দু’গ্রুপের আহত থাকতে পারে। ধাওয়ায় উভয় গ্রুপ পালিয়ে গেছে।

শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দু’গ্রুপ

এ বিষয়ে জানতে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল জাবেদকে মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, শুনেছি শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা উপজেলা ছাত্রদল একটি মিছিলের ডাক দেয়। সেখানে বিনা উসকানিতে ফটিকের নেতৃত্বে হামলা করে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।