নওগাঁয় ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ১৯টির মধ্যে ১৭টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোজাম্মেল হক, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, ধারইরহাট উপজেলা চেয়ারম্যান ময়েন উদ্দীন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন আহমেদ ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নব-নির্বাচিত ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান, ঘোষনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর, আমাইড় ইউনয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে সদস্য পদে দুইজন সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত এবং ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর এই দুই ইউনিয়নের গেজেট প্রকাশ না হওয়ায় চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করানো হয়নি।
আব্বাস আলী/এআরএ/এমএস