চাঁদপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদপুরে তিন ডায়াগনস্টিক সেন্টার মালিককে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের মুক্তিযোদ্ধা সড়কের গ্রিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানে একজন ইসিজি মেশিন অপারেটর থাকরেও তার শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণি। ল্যাবের কাজের কোনো ধরনের সনদ নেই তার। ওই প্যাথলজির ওষুধ মেয়াদোত্তীর্ণ। এছাড়াও এক্সরে রুমে লেডশিট ছিল না। এসব কারণে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিউ ডেলটা ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে মেশিন অপারেটরের এ বিষয়ে কোনো অভিজ্ঞতা ও সনদপত্র নেই। ফলে এ প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা এবং নিউ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে মেশিন অপারেটরের সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অভিযানের সময় রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ এ তিন ডায়াগনস্টিক সেন্টারে ব্যাপক অনিয়ম এবং অদক্ষ কর্মী দিয়ে যন্ত্রাংশ পরিচালনার চিত্র ধরা পড়ে। এতে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষ তাদের দায় স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।